টেলিফোন
~নিতু
মেয়েটা প্রাচীনমত ফোনটার ডায়াল ঘুরিয়ে যাচ্ছে। নম্বরটা একদম ঠোঁটস্থ। অনেকদিন কারো সাথে কথা হয়না।
প্রথমে সে কথা বলবে বাবার সাথে।বাবার কি মন খারাপ?উনার শেয়ালী কালারের ফতুয়াটায় সুঁচ-সুতার নকশাটা পুরোপুরি শেষ করা হয়নি।
তারপর মা;ডিম ভাজতে গিয়ে ছিটকে পরা তেলে যে ঘলঘলে টাইপের ঘা টা হয়েছিলো ওটার কি অবস্থা?আর বাসন্তী কালারের শাড়িটা,যেটা এবার বসন্তে পরবে বলে ভেবে রেখেছে সেটার অবস্থাই বা কেমন,ইঁদুরে কাটেনি তো?
ছোট ভাইটারও রাগ ভাঙানো দরকার।ওকে সেদিন বেমক্কা থাপ্পড়টা দেয়া ঠিক হয় নি।এবারে যাওয়ার সময় ওর জন্য একপ্যাকেট চকলেট আর বাবলস ওড়ানোর শিশি নিয়ে যেতে হবে।
আড়াই বছর কথা হয়না।"ধ্যাত,কল ঢোকে না কেন!"মেয়েটা নম্বর মিলিয়ে আবার ডায়াল শুরু করে।আড়াই বছর ধরে এটাই করে যাচ্ছে সে।কিন্তু দুঃখের বিষয়,কবরের সাথে পৃথিবীর কোন টেলিযোগাযোগ নেই।
0 মন্তব্যসমূহ