ময়ূরাক্ষী।বাংলা বই রিভিউ।সূর্য দে.❤


বই: ময়ূরাক্ষী।
লেখক: হুমায়ূন আহমেদ।
প্রকাশনী: অনন্যা প্রকাশনী। 

লুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পড়ে ময়ূরাক্ষী উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আগমন ঘটে হিমু এবং রূপার। হুমায়ূন আহমেদের সৃষ্ট অমর চরিত্র এই হিমু-রূপা। যে কোন জটিল সমস্যার সহজ সমাধান এবং পরোপকারী কিন্তু রহস্যময় চরিত্রের বর্ণনায় ঘেরা হিমু্। জন্মের পর যেমন কোন শিশুকে নাম-ধাম, বংশপরিচয় দেওয়া হয় তেমনি হিমুর বর্ণনায় বর্ণিত এই উপন্যাস। 

বইটিতে দেখা মেলে বাদলের। বাদল, হিমুর একনিষ্ঠ ভক্ত। হিমুর খালার একমাত্র ছেলে। সে হিমু হতে চায়। পরিচয় মেলে হিমুর খালা-খালুর।

এছাড়াও হিমুর বাবার এক অদ্ভুত পরিচয় পাওয়া যায় বইয়ে। হিমুকে তিনি মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। এজন্য সে হিমুর মা কেও হত্যা করে। কিন্তু মহাপুরুষ হওয়ার আগেই হিমুর বাবা মারা যায়। কিন্তু লিখে যায় কিছু উপদেশ। 

বইটি আসলেই একটি ভালো বই। অনেক ভালো লেগেছে বইটি পড়ে।
By Surjo Dey..❤

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. এই বই টা কোথায় অর্ডার করা যাবে? আমিও এই কভার টাই খুঁজছি। প্লিজ একটু বলা যাবে?

    উত্তরমুছুন
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)