­

এক বিশ্বাসঘাতকের গল্প..

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বলে যে গুছিয়ে লিখতে পারি নাই বলে, কিন্তু কথা গুলো ১০০% বাস্তব।
সম্পর্কের সে আমার ফুফাতো বোন (কাজিন) হয়। বয়সে আমার থেকে ৪ বছরে ছোট। আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম। বলতে গেলে আমরা একসাথেই বড় হয়েছি। ছোট বেলা থেকে আমরা

এক অপরের পিছে (খুনসুটি) লেগে থাকতাম। এইচএসসি শেষ করে আমি ইউকে (UK) চলে আসি পড়াশুনার জন্যে। আসার পর আস্তে আস্তে বুঝতে পারি আমার তার প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করছে। কিন্তু আমি তাকে তখনো বলি নাই। প্রতিদিন তার সাথে ফেসবুক না হলে স্কাইপ-এ চ্যাট হত। এভাবে চলতে থাকে ১.৫ বছর। আমার রুমমেট কাম ফ্রেন্ড বুঝতে পারে আমি তাকে ভালোবাসি।
আমি তার জন্য কষ্ট করে টাকা জমিয়ে প্রায় গিফট পাঠাতাম ওর প্রথম মোবাইল, ল্যাপটপ আমারই দেওয়া। একদিন হঠাৎ তার মা মানে আমার ফুপু আমাকে ফোন দিয়ে বলে সে তার ইউনিভার্সিটির অন্য এক ছেলের সাথে রিলেসন করছে, আমি যেন তাকে আবার আমার কাছে ফিরিয়ে আনি। তখন বুঝতে পারলাম ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি চায় আমাদের বিয়ে হোক। কিন্তু ওর রিলেসনের কথা শুনে আমি ভেঙ্গে পরি, তা দেখে আমার ফ্রেন্ড তাকে ফেসবুকে জানিয়ে দেয় যে আমি তাকে ভালোবাসি। এটা জানার পর সে আমার কাছে ফিরে আসে। আবার সব আগের মত হয়ে যায়। ভিসা জটিলতায় গ্রাজুয়েশন অসমাপ্ত রেখে আমি দেশে এসে পরি। তখন আমি কাউকে কিছু জানাই নাই। দেশে এসে আমি তাকে প্রপোজ করি, সে খুব সানান্দে গ্রহণ করে। ২ মাস ওর সাথে আমার খুব ভালো ভাবে সময় কাটে। তারপর আমি জানিয়ে দেই আমি আর বিদেশে যেতে পারব না আমার সমস্যার কথা খুলে বলি। এরপর আস্তে আস্তে ঘটনা মোড় নিতে শুরু করে। সে আস্তে আস্তে আমাকে এড়ানো শুরু করে। তারপরও ওর ফ্যামিলি চায় আমার সাথে যেন তার বিয়ে হোক।একটা জিনিস আমি লক্ষ্য করলাম ভার্সিটিতে উঠার পর সে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, আমাকে এক জন বলছে ওর মেয়ে বন্ধু থেকে ছেলে বন্ধু বেশি। সারাদিন ওদের সাথে আড্ডা দেয়। আমি এগুলো তেমন কানে তুলি নাই, ভাবতাম ভার্সিটিতে পড়ে, ছেলে বন্ধু থাকতেই পারে। একদিন হটাত করে তার ফেসবুক একাউন্ট হ্যাক করে ঢুকে পরি। তার চ্যাট লিস্ট দেখে আমি তব্দা খেয়ে যাই, ১০/১২ টা ছেলের সাথে তার রোজ কথা হয়, কয়েক জনের সাথে দেখাও করে। ওদেরকে তার দুঃখের কথা বলে, তাকে বলে জোর করে তার কাজিন (আমি) এর সাথে বিয়ে দিতে চায়, সে আমাকে পছন্দ করে না, আমি দেখতে স্মার্ট নাহ 😞.........ব্লা ব্লা ব্লা! আমি কয়দিন এভাবে তার চ্যাট ফলোও করতাম, এক দিন দেখি তার এক জাস্ট ফ্রেন্ডের সাথে সে সেক্স চ্যাট করছে, তার নিউড শেয়ার করছে, এটা দেখার পর আমি ভেঙ্গে পরি। ওর বাসায় গিয়ে জীবনের প্রথমবার ওকে একটা থাপ্পড় দেই, বিশ্বাস করেন মনে হয় ব্যথাটা আমিই পেয়েছি 😞 , আর ওর মাকে ইনভল্ভ করি যাতে কোন দুর্ঘটনা না ঘটে। পরের দিন আমার কাছে এসে সে কান্নাকাটি করে বুকে জড়িয়ে মাফ চায় আর বলে বিয়ে করে ফেলতে । আমিও তাকে মাফ করে দেই। ঠিক এক সপ্তাহা পর সে আমাকে কান্না কাটি করে ফোন দেয় বলে যে তার মা তাকে মারছে। আমি দৌড়ে ওর বাসায় যাই। ওর মাকে থামিয়ে আমি তাকে জিজ্ঞেস করি প্রব্লেম কি? সে বলে আমাকে কখনই ভালোবাসে নাই, ওর মা বলে তাকে forced করসে! কি হাস্যকর? এগুলো শুনে আমি হেঁসে তাকে বলি তুমি আমাকে কখনো ভালোবাসো নাই, যা ছিলো ওটা একটা মোহ, এখন তোমার মোহ কেটে গেছে তাই আমাকে তোমার আর ভালো লাগে না, তুমি যেখানে খুশি থাকবা সেখানেই বিয়ে কর, জোর করব না, বাঁধাও দিবো না! তার মাকে বুঝিয়ে আমি চলে আসি। তার সাথে ২ বছর ধরে কোন কথা নাই, সে কোন দিন আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করে নাই আমিও করি নাই। এর মধ্যে আমি একটা জব ম্যানেজ করে ফেলি, ৩০-৩৫ হাজার টাকার সেলারি তুলি, ছুটির মধ্যে বিভিন্ন জাগায় ঘুরতে যাই, লাইফটা ভালই যাচ্ছিল। একদিন হঠাৎ সে ফোন দেয় বলে আমার সাথে দেখা করতে চায়, বললাম রাতে দেখা করব। দেখা করে বলে, সে আবার আমার লাইফে ফিরতে চায়, বিয়ে করতে চায়। পুরুষের মন তারাতারি গলে যায়, আমিও তাকে আবার গ্রহন করি।এভাবে আবার ২ মাস ভালই চলছিল। দুই ফ্যামিলির সবাই খুশি যে আমরা আবার মিলে গেসি। এর মধ্যে সে আমার বোনের ছোটখাটো ই-কমার্স কোম্পানিতে জব করত। আমি তার কাছ থেকে জানতে পারলাম আমার বোন তার বিজনেস পার্টনার কে পছন্দ করে। কইদিন পর দেখলাম আবার সে আগের মত ইগ্নোর করা শুরু করল। একদিন আমার বোন এসে বলল সে নাকি তার পার্টনার সাথে ১ মাস ধরে প্রেম করছে তার বিয়ে করতে চায়!!! আমার বোনের কাছে নাকি হাতে নাতে ধরা খেয়েছে। দুই জনের বাসায় জানাজানি হয়ে গেসে। আমিও তার কাছে কৈফিয়ত চাই নাই, ওকে শুধু ফেসবুক থেকে ব্লক না লাইফ থেকে ব্লক করে দিসি। কিছুদিন আগে তারা পালিয়ে বিয়ে করে ফেলে। আর ওই বিজনেস পার্টনার আপুর ৬-৭ লাখ টাকা না দিয়ে বিজনেস ছেড়ে চলে যায়!
যখন মানুষ এরকম ধাক্কা খায়, মানুষের উঠে দাঁড়াবার শক্তি হারিয়ে যায়..ভালবাসার উপর থেকে বিশ্বাস উঠে যায় । নতুন করে কাউকে বিশ্বাস করতে ভয় হয়, আমারও ভয় হয়, নতুন কেউ যদি এই রকম কাজ আবার করে, আবার যদি আমার সাথে প্রতারনা করে। তোমার জঘন্য অবহেলায়, প্রতারনায় আমার অনুভূতিগুলো বড্ড অগোছালো হয়ে গেছে তাই আজ তোমার উদ্দ্যেশ্যে গুছিয়ে কিছু লিখার ক্ষমতা আমার নেই,,,, শুধু বলবো ভালো থেকো।
সুখী হও তুমি, ৩বছর আগেও চেয়েছিলাম এবং আজও তাই চাই।
পার্থক্য একটাই,,, সেদিন চেয়েছিলাম ভালোবেসে সুখী হবো আমি এবং তুমি,,, আর এখন চাই তোমার পছন্দের মানুষটির সাথে সুখী হও।
লেখকঃ
Fuad Khan